চট্টগ্রাম প্রতিনিধি (মুহাম্মদ মাসুদুল ইসলাম ) : আজ ১৪ নভেম্বর ২০১৯ ইং বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হলো চট্টগ্রাম জি.ই.সি কনভেনশন হলে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো আয়কর মেলা’২০১৯।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব আ.জ.ম নাছির উদ্দীন। এতে সভাপতিত্ব করেন কর কমিশনার, কর অঞ্চল-২ ও আয়কর মেলা ‘২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস্ পলিসি ও আইসিটি এর সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রাম কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাহবুবুল আলম এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন।
মেলা উদযাপন কমিটি আমার বাংলা ডট নিউজকে বলে এই আয়কর মেলা আজ ১৪ নভেম্বর থেকে আগামী ২০ নভেম্বর ২০১৯ ইং পর্যন্ত চলমান থাকবে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কার্যক্রম চলবে। মেলায় আগতদের সেবা প্রদানের জন্য বসানো হয়েছে প্রায় ৪৫টি বুথ। লেনদেন প্রক্রিয়া সম্পন্নের জন্য সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ এবং ব্যাসিক ব্যাংক লিঃ এর অস্থায়ী বুথ বসানো হয়েছে।