আমার বাংলা ডট নিউজঃ চট্টগ্রাম নগরীর আতুরারডিপু বনানী আবাসিক এলাকায় মনোরম পরিবেশে সুপ্রতিষ্ঠিত শিক্ষা নিকেতন ব্রাইট মুন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গণি ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক ইসমাঈল হোসাইন সিরাজী। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক জারিক হোসেন।
উপস্থিত ছিলেন নুসরাত জাহান একা, কলিম উল্লাহ, শরফুল হাসান, মঈন উদ্দিন, নুরুর নেসা জ্যোসনা, শাহাদাত হোসেন, এনামুল হক, আলী হোসাইন, লায়লা আক্তার, সাঈমা সুলতানা, এরশাদ আলম প্রমুখ।
অধ্যক্ষ নুরুল আলম বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের মেধা ও মননকে প্রস্ফুটিত করে। আধুনিক ও প্রযৌক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে ক্রীড়া ও সংস্কৃতি ওতপোতভাবে জড়িত। এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চতুমূখী শিক্ষা প্রদানের মাধ্যমে দেশ প্রেমিক নাগরিক তৈরীর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।