মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি প্রতিনিধি: পানছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ মার্চ বুধবার সকাল ১১ টায় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় ব্যবস্থাপনা পরিষদের ২০২০ -২০২২ মেয়াদে সদস্য নির্বাচিত হওয়ায় পানছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরীকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানছড়ি যুব রেডক্রিসেন্ট এর যুব প্রধান রায়হান আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ব্রাঞ্চের চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী।
এই সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট জসীম উদ্দিন মজুমদার, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা:অনুতোষ চাকমা, রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের কার্যকরী সদস্য ধীমান খিসা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (বিদেশী), ৩নং’ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সতীশচন্দ্র চাকমা, পানছড়ি প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব সহ প্রমুখ।