আক্তারুজ্জামান তন্ময় (চুয়াডাঙ্গা প্রতিনিধি) : বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে শুরু হলো দুই দিন ব্যাপি ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলি মনসুর বাবু। জলবায়ুর পরিবর্তনের চ্যালেন্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি স্লোগান কে সামনে রেখে উদ্বোধনী বক্তব্যে জনাব আলী মনসুর বাবু বলেন জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে সুন্দরবন আমাদেরকে ঢাল হিসেবে রক্ষা করে আসছে তাই আমাদের কে বেশি করে গাছ লাগাতে হবে এবং উপযুক্ত পরিচর্যা করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ মহিউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ এর প্রিন্সিপাল জনাব কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃআব্দুল মতিন সহ আরও অনেকে।এরপর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।