নিজস্ব প্রতিবেদক: মননশীল মানবিক সাংস্কৃতিক সংগঠন সেবাঘর সংঘ প্রতিবারের মতো এইবার ও আয়োজন করলো মননশীল ভ্রমণ ‘চলো সবাই বইমেলায়’।
২১ শে ফেব্রুয়ারি বিকাল ৪ টা ১৫ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সদস্যদের নিয়ে জিমনেসিয়াম মাঠে বই মেলার উদ্দেশ্যে রওনা হয়।মৌন মিছিলের মাধ্যমে হাতে প্লে কার্ড নিয়ে সবাই বইমেলায় গিয়ে পৌঁছায়।বইমেলায় সবাই একজায়গায় জড়ো হয়ে সদস্যের উদ্দেশ্যে”বক্তব্য প্রদান করেন সেবাঘর সংঘ’র মহাপরিচালক আনন্দ প্রকৃতি।
প্লে কার্ডে লেখা ছিলো- “বাংলা জাগলে জাগবে বিশ্ব” ”বিশ্ব ভাষা বাংলা চাই” “অমর একুশে গ্রন্থমেলা সার্থক হোক” “জয় বাংলা জয় মাতৃভাষা জয় প্রকৃতি”।বইমেলায় আসা সেবাঘর সংঘের সদস্যরা সবাই ঘুরে ঘুরে বই দেখে,নিজেদের পছন্দ মতো বই কিনে নিজেদের কেনা বই সম্পর্কে মুক্ত আলোচনা করে। সেবাঘর সংঘ’র মহাপরিচালক আনন্দ প্রকৃতি ভিন্নধর্মী এই আয়োজন সম্পর্কে বলেন, শহীদ মিনারে যারা ফুল নিয়ে শ্রদ্ধা জানান, যা শ্রদ্ধার চেয়ে অপমানই বেশি করা হয়। শহীদের বেদীতে ফুল দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন এখনকার ভাষা প্রেমিরা। কিন্তু এটা শ্রদ্ধার চেয়ে শহীদের অসম্মান করা হয় বলে আমরা মনে করি। তাই আমরা বইমেলায় আলোর পথে ছুটছি।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের সবাই শৃঙ্খল জীবন যাপনে বিশ্বাসী। তাই হুড়োহুড়ি না করে মৌন মিছিলের মাধ্যমে আমরা বইমেলায় যাচ্ছি। আমার চাই সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করতে। একটা অসাম্প্রদায়িক,দুর্নীতিমুক্ত,মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক,এমনটাই সেবাঘর সংঘের সদস্যেদের মুখে উচ্চারিত হয়।বিনামূল্যে কাউন্সেলিং(শরীর,মন,হৃদয়,জাগতিকতা।শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি,সংগীত,নৈতিক গল্পপাঠ,ধ্যান,প্রাণায়াম,যোগব্যায়াম প্রভৃতি প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে প্রকৃত ও মননশীল মানুষ হওয়ার জন্য তরুণ প্রজন্মকে সেবাঘর সংঘের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য সেবাঘর সংঘ সমাজ সংস্কার ও বিশ্বশান্তি নিয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর।