পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পেকুয়া উপজেলাধীন উজানটিয়া ইউনিয়ন যুবলীগ।..
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উজানটিয়ার ঠান্ডার পাড়াস্থ খাতুনে জান্নাত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে ছাত্র মোবাশ্বিরের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার উদ্বোধন করা হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জালালের সার্বিক সহযোগিতায়, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম মহিউদ্দিন হৃদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিনের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুহেনা মোস্তফা কামাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল করিম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি জিয়াবুল হক জিকু। বক্তব্য রাখেন, যুবলীগনেতা মোঃ তারেকুল ইসলাম, হোছাইন মোঃ বাদশা, কৃষকলীগ যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রশীদ,ছাত্রলীগনেতা ফারুক আজাদ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে, জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন ২১ বাস্তবায়নে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তৃণমুল পর্যায়ে সাংগঠিনক কার্যক্রম শুরু করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী বলেন, উজানটিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলোর গতিশীলতা আনতে অনুঘটক হিসেবে কাজ করবে। তার বক্তব্যে সাংবাদিক জালালের অনুরোধে স্থানীয় খাতুনে জন্নাত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণাও দিয়ে আজকের প্রোগ্রাম আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
আলোচনায় তোফাজ্জল করিম বলেন, বৈশ্বিক সংকট করোনাকালে মানবতার ডাকে আওয়ামীলীগ-যুবলীগের সমন্বয় ছিলো উদাহরণের মতো। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের কষ্ট লাঘবে বিরতিহীন কাজ করে গেছে যুবলীগ। বরাবরের মতো জাতির যেকোন দুর্যোগে যুবলীগ সাধারণ মানুষের পাশে থাকবে আশাকরি।
যুবলীগকে সুসংগঠিত করে ত্যাগীনেতাকর্মীদেরকে নেতৃত্বের প্লাটফর্ম তৈরি করে দিতে যুবলীগের সভাপতির সহযোগিতা কামনা করে প্রধান বক্তা মোহাম্মদ বারেক বলেন,আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য গড়তে না পারি তাহলে তারা আজীবন অবজ্ঞার স্বীকার হবে।
প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী জালাল উদ্দিন বলেন, স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অদ্যাবধি দেশের যেকোন সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যুবলীগ। এরই ধারাবাহিকতায় পেকুয়া উপজেলা যুবলীগের অন্যতম ইউনিট উজানটিয়া ইউনিয়ন যুবলীগ সর্বদা সাধারণ জনতার পাশে থেকে কাজ করে যাচ্ছে৷ ভবিষ্যতেও আমাদের এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উক্ত আলোচনা সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ..